Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ হবে—এমন ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার ওই রায় স্থগিত করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ।

এর আগে ‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান—এমন ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আজ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়।

২০১৭ সালে ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ ওই রায় দেন হাইকোর্ট।

ওই রায়ে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় তখন।

সুত্র-মানব জমিন

Exit mobile version