সুনামগঞ্জ সংবাদদাতা- সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসার মুহতামীম ,শিক্ষক ও ইমাম সহ প্রায় অর্ধশত জমিয়ত নেতাকর্মী বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৯এপ্রিল সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আনুষ্ঠানে দলের মহাসচিব মুফতী মাহফুজুল হক হাতে ফুলের তোড়া নিয়ে যোগদান করেন।বাংলাদেশ খেলাফত মজলিসে মহাসচিব যোগদানকারী ভাইদের উদ্দেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতে উলামাদের বসে থাকলে চলবে না ।দেশের অচলাবস্থার উত্তরণ ও তাগুতি শক্তির মোকাবেলায় আল্লাহর জমীনে তাঁর খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে। এ সময় নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও.বদিউজ্জামান, মাও.আব্দুল আজিজ,সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূরুদ্দীন আহমদ,সাধারণ সম্পাদক মাওলানা মুছা মুল্লা, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাষ্টার আনোয়ার আলী ,সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব এমরান আলম,মাওঃ নূরুল আলম খান,মাওঃ আব্দুল জলিল,মাওঃ আবুল কালাম,মাওঃআব্দুল খালিক, মাওঃসিরাজুল হক,হাফিজ জয়নুল ইসলাম, ডা.আতাউর রহমান,মাওঃ ওয়ারিছ উদ্দিন,মাওঃআব্দুল মুমিন শাহীন প্রমূখ ৷ পরে সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করেন ।