আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে:: আগামী ১১ জূন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র নির্বাচনে লেবার পার্টি প্রার্থী জন বিগস কমিউনিটির সর্বস্থরের জনগনের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সর্বাত্মক চেষ্ঠা চালানোর প্রতিশ্রুতি পুঃনব্যাক্ত করেছেন। ২২ মে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যাক্ত করেন।জন বিগস নির্বাচিত হলে ৩ জন ডেপুটি মেয়র নিয়োগ দেয়ার ঘোষনা করেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁদের পরিচয় করিয়ে দেন।
টাওয়ার হ্যামলেট লেবার গ্রুপের বর্তমান লিডার কাউন্সিলর র্যাচেল সন্ডার্স, সাবেক লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম ও বর্তমান ডেপুটি লিডার কাউন্সিলার সিরিয়া খাতুন। ডেপুটি মেয়রদের পরিচিতি পর্বে উপস্থিত সাংবাদিকরা জনবিগস কে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে নানা প্রশ্ন করেন । জন বিগস সর্বোচ্চ সেবা দেয়ার নিশ্চয়তা ঘোষণা করেন এবং আগামী সপ্তাহে তাঁর পূর্নাঙ্গ ম্যানিফেষ্টো ঘোষনা করবেন বলে জানান।সংবাদ সম্মেলনে বর্তমান লিডার কাউন্সিলর র্যাচেল সন্ডার্স, সাবেক লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম ও বর্তমান ডেপুটি লিডার কাউন্সিলার সিরিয়া খাতুন ও বক্তব্য রাখেন।