স্টাফ রিপোর্টার:: সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী শনিবার । প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করার উদ্যোগ নিয়েছেন। জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের কৃষ্ণপরে অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের আর্বিভাব স্মরণে জগন্নাথপুর উপজেলা সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে প্রদীপ প্রজ্জ্বলন,সকাল ৬টা ৩১ মিনিটে পতাকা উত্তোলন,সাড়ে সাতটায় গীতা পরায়ন,সকাল নয়টায় চিত্রাংকন প্রতিযোগীতা,সকালর ১১টায় শোভাযাত্রা,দুপুর একটায় প্রসাদ বিতরণ,দেড়টায় ধর্মসভা,দুপুর ২টা৩০ মিনিটে শ্লোক আবৃত্তি প্রতিযোগীতা,৩টা ৩১ মিনিটে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। উক্ত কর্মসূচীগুলোতে সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের অংশ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেব ও সদস্য সচিব বিভাষ দেব। তারা জানান, ইতিমধ্যে জন্মাষ্টমী উৎসব উদযাপনে সকল প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে ব্যপক ভক্তসমাগমের মধ্যেদিয়ে শোভাযাত্রাসহ সকল কর্মসূচী পালিত হবে।