Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জনতার নায়ক নাসিরের জবাব

এনাম উদ্দিন :: ‘দ্যা ফিনিশার’ হিসেবে খ্যাত নাসির হোসেন ইংল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ অসাধারণ ভূমিকা রেখে জনতার নায়ক হয়ে নির্বাচকমণ্ডলী, ম্যানেজমেন্ট ও বোর্ড সভাপতির আস্থার প্রতিদান দিলেন। নাসির হোসেনকে কেন দিনের পর দিন সিরিজের পর সিরিজ বসিয়ে রাখা হয় তার যথাযত কারণ জানা ছিলো না। কিন্তু শেষমেষ জনতার চাপে আর নাসিরের দারুণ ফর্মের কথা বিবেচনা করে ২য় ওয়ানডেতে নাসিরকে দলে নেয়া হয়। নাসির ব্যাটিং অপরাজিত ২৭ রান,১০ ওভারে ২৯ রানে ১ মেডেন, ১ উইকেট ও অসাধারণ ১ ক্যাচ নিয়ে ইংলিশ বধে অসাধারণ ভূমিকা রাখেন আর জনতার নায়ক হওয়ার যোগ্য প্রমাণ দিলেন। সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি ও নাসিরের অসাধারণ ভূমিকার প্রসংশা তিনি বলেন – ‘নাসিরের পেশাদারিত্বে তিনি মুগ্ধ’।

Exit mobile version