1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জনগনের রায় মাথা পেতে নেবো: আ.লীগ প্রার্থী কামরান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

জনগনের রায় মাথা পেতে নেবো: আ.লীগ প্রার্থী কামরান

  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১৮

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ভোট দিয়েছেন। সোমবার সকাল পৌনে ৯টায় নগরীর ১৪নং ওয়ার্ডের কালীঘাটস্থ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।এসময় বদর উদ্দিন আহমদ কামরানের সাথে ভোট দেন তাঁর স্ত্রী আসমা কামরান।ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কামরান বলেন, “আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি গণতন্ত্রে বিশ্বাসী। তাই জনগণের রায় আমি মাথা পেতে নেবো। নৌকার পক্ষে নগরীতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নগরবাসী উৎসব মুখোর পরিবেশে তাঁর ভোটাধিকার প্রয়োগ করছেন।”তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত।”তিনি আরো বলেন, “নৌকার গণজোয়ার দেখে বিএনপি প্রার্থী নগরবাসীকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত অবাধ ও সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন। নগরীর কোন কেন্দ্রেই ব্যালট পেপারে আগে থেকে সিল মারা হয়নি।”সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপি আরিফুল হক চৌধুরী প্রার্থী (ধানের শীষ), সিপিবি-বাসদের মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা), নাগরিক ফোরামের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), সচেতন নাগরিক সমাজের মনোনীত প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ)।সিসিক নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নগরবাসীরা মনে করেন মূল লড়াই হবে নৌকা প্রতীকে নির্বাচন করা মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর মধ্যে।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com