স্টাফ রিপোর্টার:: “জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর, ইউকে”- এর এক সভা গত মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় ওল্ডহাম মুসলিম সেন্টারে ট্রাস্টের সভাপতি মোঃ আলী আহমদের সভাপতিত্বে অনুষ্টিত হয় ৷ ট্রাস্টের
সাধারণ সম্পাদক আবু তারেক শিপনের পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আবু সালেহ মামুন ৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনাব মোঃ বোরহান উদ্দিন ছফি, মোঃ আজিজুর রহিম মিছবা, মোঃ আনর আলী, মোঃ সালাহ উদ্দিন মিছবা, মোঃ জুবায়ের আহমদ, মোঃ মাসুম আহমদ, মোঃ মন্তেশ্বর আলী, মোঃ আকিকুর রহমান আকমান, মোঃ মছনু মিয়া, মোঃ লুৎফুর রহমান, মোঃ সিদ্দেক আলী, মোঃ রুহেলুল হক, মোঃ তছকির আলী, সুহেল আহমেদ, আব্দুল মোমিন, মোঃ রুনু মিয়া, আবুল হাসনাত মিফতা, শাহ মনির আহমেদ, মিশকাত উদ্দিন মিশু, মোঃ আনছার মিয়া, মোঃ নছির মিয়া, মোঃ সুলেমান আহমেদ, মোঃ এমরানুল হক, রেজাউল ইসলাম সোহাগ এবং মোঃ আলিফ মিয়া প্রমুখ ৷
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তুহিনুর রহমান, মোঃ মফজ্জুল হোসাইন, মোঃ বাবুল মিয়া, কবির আহমেদ, রুবেল আহমেদ, শাহ আলম , নুরুল আহমদ, তাহের আলী, জাহাঙ্গীর আলম ৷ তাছাড়া সভায় উপস্থিত থাকতে না পারার জন্যে ফোনে সকলের কাছে দুঃখ প্রকাশ করেন মোঃ আবুল হোসেন এবং মোঃ শের আলী ৷
সভায় বক্তাগণ সকল মতভেদ ভুলে গিয়ে উদার মানসিকতার মাধ্যমে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে হবিবপুরের গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করার প্রতি সবাইকে মনোনিবেশ করতে গুরুত্ব আরোপ করেন ৷ সভায় গ্রামের কিছুসংখ্যক সদস্যবৃন্দকে ট্রাস্টের সম্মানিত সদস্য হিসাবে নিয়োগ দানের, এবং ১০০০ পাউন্ড পরিশোধ সাপেক্ষে ট্রাস্টের আজীবন সদস্য নেওয়ার সিদ্বান্ত গৃহীত হয় ৷ তাছাড়া ট্রাস্টের ফান্ড সংগ্রহের লক্ষে লন্ডনে একটি চ্যারিটি ইভেন্ট আয়োজনের জন্য আগামী ২৪ অক্টোবর একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ৷