আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: জঙ্গিবাদের সন্দেহে লন্ডনে একই পরিবারের ৫জন আটকজঙ্গিবাদের সন্দেহে বাঙালি অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনের একই পরিবারের চার নারীসহ পাঁচ জনকে আটক করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। বুধবার (১২ আগস্ট) এক বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ আটকদের নাম প্রকাশ করেনি।
সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ। বর্তমানে তারা জেল হাজতে আছে।
পুরুষ সদস্যকে ভুয়া পরিচয়দানের জন্য আটক করা হয়েছে। এদিকে ওই পরিবারের এক তরুণীকে একই অভিযোগে এর আগে জুলাই মাসে আটক করা হয়েছিল। সেপ্টেম্বর পর্যন্ত সে জামিনে ছিল।