জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জঙ্গিগোষ্ঠী আইএস সমর্থক যুক্তরাষ্ট্রের একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই কর্মকর্তার নাম ইকাইকা এরিক কাং। ইতোপূর্বে তিনি ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে লড়াইয়ে অংশ নিয়েছিলেন। দেশে ফেরার পর গ্রেফতারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তার কর্মস্থল ছিল হাওয়াই অঙ্গরাজ্যে। আইএস জঙ্গিদের কারিগরি সহায়তা দেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
কর্তৃপক্ষ বলছে, ড্রোন এবং লড়াইয়ের নানা বিষয় সম্পর্কে আইএস-কে তথ্য দিতে চেয়েছিল ওই সেনা কর্মকর্তা।
৩৪ বছরের ইকাইকা এরিক কাং-এর সম্মুখ সমরে অংশগ্রহণের ব্যাপারে উচ্চমাত্রার প্রশিক্ষণ রয়েছে।
দীর্ঘ এক বছরের আন্ডারকভার তদন্তের ভিত্তিতে শনিবার তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় এফবিআই। গ্রেফতারের পর আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনে সংস্থাটি। এতে বিভিন্ন আন্ডারকভার এজেন্টের সঙ্গে ইকাইকা এরিক কাং-এর আলাপচারিতার খসড়া উপস্থাপন করা হয়। এসব আলাপচারিতা প্রমাণ করে সে আইএসের প্রতি সহানুভূতিশীল।
গ্রেফতারের কয়েক ঘণ্টা আগেই একটি গো প্রো ড্রোন এবং ক্যামেরা কিট কেনেন এরিক। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আইএস যোদ্ধাদের ব্যবহারের জন্য পাঠাতেই তিনি এটা কিনেছিলেন।
ইকাইকা এরিক কাং আইএস-মনস্ক কর্মকাণ্ডে একাই যুক্ত ছিলেন। সেনাবাহিনীতে এ ব্যাপারে অন্য কারও সঙ্গে তার কোনও সংযোগ ছিল না। হাওয়াই-এর প্রতি হুমকি হতে পারে; এমন কারও সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল না।
আগামী ১৩ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানির আগ পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
সৃুত্র-লন্ডন বিডি নিউজ