স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শ্রীমন্দির নির্মাণে সহায়তা করেতে ৩১ হাজার টাকা দিয়েছেন উপজেলা সৎসংগের নের্তৃবৃন্দ। শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শীয্যদের নিয়ে গঠিত সংগঠন সৎসংঘ দীঘদিন ধরে জগন্নাখপুরে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় জগন্নাথ জিউর শ্রীমন্দিরে আনুষ্ঠানিকভাবে সৎ সংঘের সভাপতি বঙ্কিম চন্দ্র দাশ সাধারণ সম্পাদক মৃদুল রায় ও রমা দাশসহ সংগঠনের নের্তৃবৃন্দ কেন্দ্রেীয় শ্রীমন্দিরের উন্নয়নে ৩১ হাজার টাকার চেক তুলে দেন। চেক গ্রহণ করেন জগন্নাথ জিউর শ্রীমন্দিও পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেকর রায় বাচ্ছু ও সাধারণ সম্পাদক বিজন কুমার দেব। এসময় সংগঠেনের সহ-সভাপতি প্রদীপ সূত্রধর ও হীরা লাল দেসহ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথ জিউর শ্রীমন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিজন কুমার দেব জানান, সৎ সংগের উদ্যোগে কেন্দ্রীয় শ্রীমন্দরের উন্নয়নে ৩১ হাজার টাকা পেয়েছি। আমরা তাদের সহায়তা সাদরে গ্রহণ করেছি। এরকম ধর্মপ্রাণ ও ধর্মানুরাগীরা এগিয়ে আসলে কেন্দ্রীয় শ্রীমন্দিরের কাজ দ্রুত শেষ করা সম্ভব। উল্লেখ্য প্রায় এক কোটি টাকা ব্যায়ে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শ্রীমন্দিরের কাজ চলছে। কেন্দ্রীয় শ্রীমন্দির পরিচালনা কমিটির নেতারা আথিক সহায়তা নিয়ে শ্রীমন্দিরের উন্নয়নে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
Leave a Reply