আজহারুল হক ভূ্ইঁয়া শিশু:: জগন্নাথপুুর উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আবুুল হোসেন লালন মনোনীত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুুুরের সাবেক ছাত্র ও যুবনেতা বর্তমান যুক্তরাজ্যস্থ লীডস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ ভূঁইয়া। তিনি এক অভিননন্দ বার্তায় বলেন, নবগঠিত জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নের্তৃত্বে আগামী দিনে জগন্নাথপুর উপজেলা যুবলীগ এক শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হবে বলে আমি আশাবাদী। তিনি সুুুনামগঞ্জ জেলা যুুবলীগের আহ্বায়ক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনকেও অভিনন্দন জানান।