স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে গত দুইদিনের ঝড়-তুফানে বড়-ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও কাঁচা-ঘরবাড়ী, গাছ-পালাসহ বিভিন্ন টিনের প্রায় ২০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার ওপর দিয়ে প্রচন্ড ঝড়বৃষ্টি বয়ে যায়। এতে করে পৌরসভাসহ উপজেলার আটটি ইউনিয়নের গাছ-পালা-ঘরের চালের টিন উড়ে অন্যস্থ পড়ে।
একদিকে বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রায় তুফান বয়ে যায় উপজেলার ওপর দিয়ে। গত দুইদিনের ঝড় তুফানে বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় বিদ্যুৎ অফিস জানিয়েছে, ঝড়ে বিদ্যুতের লাইনে ক্রটি দেখা দেওয়ায় বিদ্যুৎ বন্ধ রয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ করতে কাজ চলছে।
Leave a Reply