স্টাফ রিপোর্টার; জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ অভিযান চলছে। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার হাসপাতাল পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে হাসপাতাল গেইটের পাশে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি ফুটপাতের দোকানপাট,অবৈধ বিলবোর্ড ও সড়কের উপর গড়ে তোলা অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এর আগে জগন্নাথপুর বাজারে বড় ধরনের অভিযান চালিয়ে অবৈধ দোকন ঘর উচ্ছেদ করা হয়। হাসপাতাল পয়েন্টের রাস্তার ওপর গড়ে উঠা দোকন পাঠ উচ্ছেদে সুনামগঞ্জের জেলা প্রশাসক নির্দশ দিয়েছিলেন।
Leave a Reply