স্পোর্টস রিপোর্টার::
৮০-৯০ দশকের জনপ্রিয় কৃতি ফুটবলার জগন্নাথপুরের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী জুবায়ের আহমদ হামজার নামকরণে ‘হামজা কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইল ম্যাচ আজ রোববার (২৭ মার্চ) অনুষ্ঠিত হবে।
বিকেল তিনটায় জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণি ফাইল ম্যাচ অনুষ্ঠিত। ফাইলে মুখামুখি হবে ইড়কছই ফুটবল একাডেমি ও কাদির এফ.সি (হবিবপুর)।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ১৬ মার্চ এই টুর্নামেন্ট শুরু হয়। এতে ৮টি দল অংশ নেয়।।