স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেছেন, জগন্নাথপুর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এই শহরে এই সম্প্রীতি কেউ বিনষ্ট করতে পারবে না। আমরা আমাদের দীর্ঘদিনের সেই সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধর্মীয় উৎসব গুলো নিজ নিজ ধর্মমতে পালন করতে চাই। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানান। শনিবার রাতে জগন্নাথ জিউর আখড়াস্থ আমরা সবাইয়ের আয়োজনে সরস্বতী পূজা উপলক্ষে আরতি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথ জিউর আখড়া সেক্রেটারী বিজন কুমার দে এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সফিক মিয়া, প্রভাষক রিংকর রায়, শিক্ষক সঞ্জিব রায়, ব্যবসায়ী সঞ্জয় দাস, পিযুষ রায়, অরূপ সরকার, সুজিত কুমার দে, আমরা সবাই পূজা মন্ডপের আয়োজক রাজন চন্দ্র দাস, শ্যামল দে প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনি রায়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply