স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামে করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যাগে রমজান মাস কে সামনে রেখে হতদরিদ্র ২০০ পরিবারের সদস্যদের হাতে নগদ ১২ লাখ টাকা বিতরণ করা হয়। আজ মঙ্গলবার এ উপলক্ষে এক সভা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল করিম গনির সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হক রেনুর পরিচালনায় এতে বক্তব্য দেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া,সিলেট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেলিম,দৈনিক সিলেটের ডাকের সিনিযর স্টাফ রিপোর্টার আহসান হাবিব কলিন্স,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ইউপি সদস্য শাহান আহমেদ প্রমুখ পরে ২০০ পরিবারের মধ্যে নগদ ১২ লাক টাকা বিতরণ করা হয়।