স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অফিসের এমএলএসএস তৌফিক মিয়া সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা মহিলা অধিদপ্তরের কক্ষে ঘুমন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। রাত ৯ টায় নরসিংদী রায়পুর গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হবে। যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী জামাল জানান, তৌফিক প্রতিদিনের ন্যায় রাতে ক্লাবে টেলিভিশন দেখে উপজেলা মহিলা অদিদপ্তরের কক্ষে ঘুমাতে যান। রাতে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এসময় প্রতিবেশী পাশের ভবনের লোকজন তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলে। তিনি গ্যাষ্ট্রিকের ঔষধ খেয়ে কিছু ভালো লাগছে বলে ঘুমিয়ে পড়েন। সকালে মহিলা অধিদপ্তরের লোকজন অফিস খুলে ঘুমন্ত অবস্থায় তাকে মৃত দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশ লোকজন ছুটে আসেন। পরে তার গ্রামের বাড়িতে যোগাযোগ করা হলে আত্বীয় স্বজনরা এসে লাশ নিয়ে যান। এদিকে ১৯৯৮ সাল থেকে জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মরত তৌফিক এর অকাল মৃত্যুতে উপজেলা পরিষদে শোকের ছায়া নেমে আসে। তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্খীরা হতাশায় ভেঙ্গে পড়েন। তৌফিস উপজেলা পরিষদে কাছে শান্তিপ্রিয় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল।
Leave a Reply