স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জগন্নাথপুর মুক্ত দিবস উপলক্ষে এক র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিন করে। পরে উপজেলা পরিষদস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাবেক কমান্ডার আব্দুল কাদির শিকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আছলম উল্যাহ, আব্দুল হাফিজ,আব্দুল গনি, তাজউদ্দিন, নছই দাস, কবিন্দ্র কুমার দাস,ইলিয়াছ আলী, ধীরেন্দ্র কুমার দাস, গৌরাঙ্গ কুমার গোপ, দিলীপ কুমার গোপ,মুতিম মোতিম দাস, শৈলেন নমসুদ্র,কনাই উল্যাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবুল খয়েস,মাছুম মিয়া,আমির হোসেন,মখলিছুর রহমান,রাসেল মিয়া প্রমুখ।