স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর জাতীয়তাবাদী দল যুবদল ও ছাত্রদলের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখা আয়োজিত এক ঈদ পূর্ণমিলণী সভা বুধবার স্থানীয় সৈয়দপুর বাজার দলীয় কার্যালয়ে ইউনিয়ণ যুবদল সভাপতি মোঃ মিজান কোরেশীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মারুফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লেঃ কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল,জিয়াউর রহিম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ণ বিএনপির আহ্বায়ক আনহার কামালী,যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ,বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আহমদ দুলা,সৈয়দ আজমল হোসেন দুলা,সৈয়দ খায়রুল ইসলাম,সৈয়দ আক্কাছ মিয়া,মোঃ নিম্বর খান,যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ জাবির আহমদ,ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ ইসহাক আহমদ,যুবদল নেতা সৈয়দ সুজন আলী,মামুন মিয়া,মো: তাজুল জিন্মাদার,সৈয়দ কোরেশ,সাহেদ খান,জাহাঙ্গীর খান,মোঃ রুহেল আহমদ,ছাত্রদল নেতা সৈয়দ মোহাদ্দিস আহমদ,সৈয়দ জুননুন জাকেরিন,মোঃ সুজেল খান,সাইফুল কামালী প্রমুখ।