স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ১২তম টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সোমবার জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব ৯১ রানে অগ্রযাত্রা ক্রিকেট ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট এর বিনিময়ে ১৭৭ রান করে। দলের পক্ষে কামরুল হাসান (টাইগার হাসান) ৪৫ বলে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলেন। জবাবে বাসুদেব বাড়ি আইডিয়ালের বোলারদের সুনিপুণ বোলিংয়ের অগ্রযাত্রা ক্রিকেট ক্লাব ৭৭ রানে অল আউট হয়ে যায়।
পরে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়পশনের সভাপতি শাহ রুহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুনামগঞ্জ জেলার কোচ পাভেল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক একান্ত সচিব হাসনাত হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা তোফাজ্জল হক সুৃমন, আবু হেনা রনি, আবুল কালাম আকন প্রমুখ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে ব্যাপক সংখ্যক দর্শকের সমাগম ঘটে। উল্লেখ্য যে, বাসুদেব বাড়ি আইডিয়ার ক্রিকেট ক্লাব সর্বশেষ চারটি টি-টুয়েন্টির ফাইনাল খেলে তিনটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশনের ক্রিকেট লীগ ২০২১ এ রানার্সআপ হয়।
Leave a Reply