স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকার সারাদেশে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি করেছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পৌর সভার উন্নয়নকে এগিয়ে নিতে জনগনকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা এনেছিল। এখন নৌকায় ভোট দিয়ে আধুনিক ও উন্নত পৌরসভায় রূপান্তরিত করবেন। তিনি শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদ ডন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক পিপি শফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান হারুণ রাশীদ, সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, সমছু মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফিরোজ আলী প্রমুখ।
Leave a Reply