Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী সুধন্য পালের উদ্যাগে ঈদ উপহার বিতরণ 

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আর,কে এন্টারপ্রাইজের উদ্যাগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে জগন্নাথপুর বাজারের নদীর পাড়ে মেসার্স আর কে এন্টার প্রাইজের উদ্যাগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র শতাধিক পরিবারের মধ্যে মসলা সামগ্রী বিতরণ করা হয়।

মেসার্স আর,কে এন্টারপ্রাইজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী সুধন্য চন্দ্র পাল নিজ হাতে হতদরিদ্র শতাধিক পরিবারের হাতে আলু,পেয়াজ,রসুন,সোয়াবিন তেল ,পাঁচপুরন,জিরাসহ মসলা সামগ্রী তুলে দেন। মেসার্স আর,কে এন্টারপ্রাইজের মালিক সুধন্য চন্দ্র পাল জানান, প্রতি বছরের মতো এবারও তিনি পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

Exit mobile version