Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ফুটবল টুনামেন্টে বি এফ সি বিশ্বনাথ কে হারিয়ে রয়েল এফ,সি, সিংগেরকাছ বিজয়ী

স্টাফ রিপোর্টার-

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে গড়গড়ি সোনালী অতীত স্পোটিং ক্লাব ফুট বল টুর্নামেন্ট এর ফাইলাল ম্যাচ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়ি লামাটুকের বাজার মাঠে গতকাল  বিকাল তিন টায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ১৬ টি টিম খেলায় অংশগ্রহণ করেন এর মধ্য বি,এফ সি, বিশ্বনাথ কে এক গোলে হারিয়ে রয়েল এফ,সি, সিংগেরকাছ বিজয়ী।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোড ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীগ সফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এস এম পির উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন যুক্ত রাজ্য আওয়ামীগ নিউ ক্যাসল শাখা সাধারন সম্পাদক ফয়েজ উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রিড়ানুরাগী প্রবাসী হাজী আঙ্গর মিয়া,বিশেষ অতিথি ছিলেন প্রবাসী হাজী আব্দুর রহিম,বিশেষ অতিথি ছিলেন, মিরপুর ইউনিয়নের সদস্য মোহাম্মদ আব্দুস শহিদ।

সংগঠনের সোনালী অতীত স্পোটিং ক্লাব এর সভাপতিত্বে করেন বিশিষ্ট শিল্পপতি প্রবাসী মতিন রহমান । সাধারণ সম্পাদক কয়েছ মিয়া , মহানগর ছাএলীগের সাবেক বিভাগীয় উপ সম্পাদক আব্দুর রাকিব মামুন যৌথ পরিচালনায়  পুরস্কার বিতণী অনুষ্ঠানে অন্যান্যর মধ্য স্বাগত বক্তব্য সোনালী অতীত স্পোটিং ক্লাব এর সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান জয়। উপজেলা আওয়ামী লীগের এান ও সমাজ কন্যান সম্পাদক হাজী ইলিসাস আহমেদ। মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক। যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান। গড়গড়ি ওয়াড আওয়ামী লীগের সভাপতি রইছ আলী। আওয়ামী লীগ নেতা ডাঃ আব্দুল ওয়াহিদ। উপজেলা যুব লীগের সহ সম্পাদক আব্দুল লতিফ।।প্রথম পুরুষ্কার মটর সাইকেল, দাতা বিশিষ্ট ক্রিড়ানুরাগী প্রবাসী আঙ্গুর মিয়া, ২ য় পুরস্কার ফ্রিজার দাতা বিশিষ্ট ক্রিড়ানুরাগী ইতালী ফ্রিজার প্রবাসী তাজ উদ্দিন ।
৩য় পুরস্কার টিভি দাতা বিশিষ্ট ক্রিড়ানুরাগী আব্দুল মতিন।

Exit mobile version