স্টাফ রির্পোটার ::জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার ফুটবল এসোসিয়েশন ১১তম টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। পৌর শহরের ইকড়ছই হারুন রশীদ হিরন মিয়া ষ্টেডিয়ামে বিকাল ৪ টায় পাটলী একাশন বনাম সাদীপুর একাদশের মধ্যে এ খেলা অনুষ্টিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে পাটলী একাদশ ৪-৩ গোলে সাদীপুর একাদশকে হারিয়ে শিরোপা জিততে সক্ষম হয়। পরে এসোসিয়েশনের সভাপতি দুদু মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আবদার মিয়া, সাবেক পৌর কাউন্সিল লুৎফুর রহমান, বর্তমান পৌরকাউন্সিলর কামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ, বর্তমান ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুব রহমান ভূইয়া, বনিক সমিতির সহ-সভাপতি জাহির আলী, বাজার তদারক কমিটির সাবেক সাধারন সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক নজির হোসেন প্রমুখ। পরে বিজয়ী ও রার্নাস আপ দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার তোলে দেয়া হয়।
খেলার ধারাভাষকার হিসেবে ছিলেন জুয়েল আহমদ মনি।