রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগের আজকে ( শনিবার ) পৌরশহরের হারুনুর রশিদ হিরণ মিয়া ষ্টেডিয়ামে দুটি খেলা অনুষ্টিত হয়েছে। দিনের প্রথম খেলায় দুটি শক্তিশালী দল মোকাবিলা করে ইসলামপুর এফ সি বনাম সোনাপুর এফ সি। খেলার শুরুতেই দুদল গোলের জন্য আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে।সময় যত গড়িয়েছে ইসলামপুর এফ সির খেলার দার ততো কমতে থাকে। সেই সুযোগে সোনাপুর এফ সির পক্ষে ১ম গোল করেন ইদ্রিস। এর পর দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় ২য় গোল করেন রাসেল। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে দলের পক্ষে ৩য় গোল করেন সাদেক। ফলে ৩-০ গোলের ব্যাধানে জয়লাভ করে সোনাপুর এফ সি। এই পরাজয়ের ফলে ১ম পর্ব থেকে বিদায় নিলো ইসলামপুর এফ সি। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ইকড়ছই জুনিয়র ফুটবল একাডেমী বনাম ফ্রেন্ডস এফ সি হবিবপুর। তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন খেলায় খেলার শেষ মিনিটে একটি নিড়ীহ আক্রমন থেকে ইকড়ছই ফুটবল একাডেমির গোল কিপারের হাত থেকে বল ফস্কে গেলে বিপক্ষ দলের হবিবুল আলতো টুকায় বল জালে জড়িয়ে দেন। ফলে ১ – ০ গোলে জয় লাভ করে মাঠ ছাড়ে ফ্রেন্ডস এফ সি হবিবপুর।আজকের খেলার পরিচালক ছিলেন বাফুফের অনুমতিত রেফারী মাহবুবুর রহমান মাহবুব, প্রতাব আলী ও সামিনুর রহমান।