রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ এর আজকের( বুধবার ) দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব ও এরালিয়া লিটল স্টার। এতে রানীগন্জ স্পোর্টিং ক্লাব ২-০ গোলের ব্যাবধানে এরালিয়া লিটল স্টারকে পরাজিত করে। রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব এর পক্ষে ১ম গোল করে মুহিতুর রহমান শিপন ২ য় গোল করে এলেমান মিয়া। দিনের ২য় খেলায় মুখোমুখি হয় তরুন ফুটবল একাডেমী – সাতা বনাম জগন্নাথপুর স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিদ্বন্দীতা পুর্ণ খেলায় খেলার শেষ বাঁশির মিনিট দুয়েক আগে তরুন ফুটবল একাডেমির তানিমের দেওয়া একমাত্র গোলে জগন্নাথপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ১-০ গোলে জয় লাভ করে তরুন ফুটবল একাডেমী সাতা। খেলা পরিচালনায় ছিলেন বাফুফের অনুমোধিত রেফারি মাহবুবুর রহমান মাহবুব, কবির আহমদ হিরা, ও প্রতাব আলী।
Leave a Reply