রুমানুল হক রুমান :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৪তম ফুটবল কাপ টুর্ণামেন্টের আজকের (রোববার) দুইটি খেলায় জয়ী হয়েছে রানীগঞ্জ এফসি ক্লাব ও সৈয়দপুর জুনিয়র ফুটবল ক্লাব।
জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া ষ্টেডিয়ামে প্রথম ম্যাচে রানীগঞ্জ এফসি ক্লাব ০২-০১ গোলে চিলাউড়া এফসি ক্লাবকে পরাজিত করেছে। অপর খেলায় জগন্নাথপুর এফসি ক্লাবকে ০৪-গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সৈয়দপুর জুনিয়র ফুটবল ক্লাব।
Leave a Reply