রুমানুল হক রুমেন ::দুই দিন বিরতির পর আজ শনিবার আবার শুরু হয়েছে জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন কতৃর্ক আয়োজিত ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ। আজকে( শনিবার ) দুটি খেলা অনুস্টিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় এম কে গ্যালাক্টিকো টাইটান্স বনাম ফ্রেন্ডস এফ সি হবিবপুর। খেলায় তাজুলের দেওয়া একমাত্র গোলে ফ্রেন্ডস এফ সি হবিবপুরকে পরাজিত করে এম কে গ্যালাক্টিকো টাইটান্স।এই জয়ের ফলে এম কে গ্যালাক্টিকো দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হলো। ২য় খেলায় মুখোমুখি হয় রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম এম কে গ্যালাক্টিকো। খেলা আক্রমন পাল্টা আক্রমণ হলে ও নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। ফলে খেলাটি ০-০ গোল শূন্য ড্র হয়। আজকের খেলার পরিচালক ছিলেন বাফুফের অনুমতিত রেফরী মাহবুবুর রহমানন মাহবুব, কবির আহমদ হিরা, ও পরতাব আলী।