স্পোর্টস রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর ১৫ তম লীগের দুটি সেমি ফাইনাল রবিবার ও সোমবার,
আগামী ১৭ ফেব্রুয়ারি রবিবার স্থানীয় ইকড়ছই হারুনুর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে বিকাল ৩ ঘটিকায় জুয়েল এফ সি ইকড়ছই বনাম এস ডি এ শাহারপাড়া মধ্যেকার সেমি ফাইনাল,এবং ২য় সেমি ফাইনাল ১৮ ফেব্রুয়ারি সোমবার একই সময় একই ভ্যানুতে অনুস্টিত হবে, ইকড়ছই ফুটবল একাডেমী বনাম এলিভেন স্টার ঘোষগাও। এ খবর সত্যতা নিশ্চিত করেছন সংগঠনের সভাপতি সুহিন আহমদ দুদু।
Leave a Reply