স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃল্দ কে অভিনন্দন জানিয়েছেন
জগন্নাথপুরের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক পেশাজীবি বিভিন্ন সংগঠনের নেতৃবৃল্দ। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর প্রেসক্লাব হচ্ছে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মানুষের আস্থা ও গর্বের এ প্রতিষ্ঠানের সাংবাদিকরা সব-সময় মানুষের পাশে থেকে জগন্নাথপুরের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা
পালন করে যাচ্ছেন। পেশাদার সাংবাদিকদের নেতৃত্বে গঠিত নতুন কমিটির বলিষ্ট নেতৃত্বে আগামীতে এ ধারা আরো বেগবান হবে।পাশাপাশি জগন্নাথপুরের ঐতিহ্য বজায় রেখে পেশাগত মর্যাদা অক্ষুন্ন রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাবেন। অভিনন্দনকারী নেতৃবৃন্দরা হলেন, জগন্নাথপুর
উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা জজ কোর্টের পিপি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল,আইনজীবী সমিতির সাবেক সভাপতি জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শায়েক আহমেদ,আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম সুনামগঞ্জ জজ কোর্টের সহকারী পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জগন্নাথপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এম এ মালেক খান, চিলাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লুৎফুর রহমান, উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক বৃটিশ বাংলা এডুকেশনের ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি এম এ কাদির, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া,সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতহার উদ্দিন সাধারণ সম্পাদক গোপাল দাশ, উপজেলা খেলাফতে মজলিসের সেক্রেটারী মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার,জমিয়ত উলামায়ে ইসলামের নেতা আব্দুল মালিক চৌধুরী,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাসিম ডালিম,পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ,
উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সতীশ গোস্বামী সহ সভাপতি দ্বিপক কুমার দেব সাধারণ সম্পাদক জুয়েল দাশ,সামাজিক সংগঠন ফেয়ার ফেইসের মহাসচিব এম. শামীম আহমেদ, সভাপতি সাইফুর রহমান মিনহাজ, পাঠকবন্ধু জগন্নাথপুর শাখার সদস্যসচিব মিন্টু চন্দ্র দেব, জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অলিউর রহমান অলি, সাধারণ সম্পাদক সামিনুর রহমান,জগন্নাথপুর ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক এমদাদ, সুরভী কানন সাংস্কৃতিক ফোরামের প্রধান পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল হাই আল-হাদী প্রমুখ উল্লেখ্য শুক্রবার রাতে দৈনিক সমকালের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদ কে সভাপতি ও দৈনিক যুগান্তরের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সানোয়ার হাসান সুনু কে সাধারণ সম্পাদক ও জামাল উদ্দিন বেলাল কে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।