স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর পরাজয় নিয়ে এবার মুখ খুলেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌরসভার মেয়র আক্তার হোসেন। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে তাঁর নিজের অবস্থান তুলে ধরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুরের সন্তান কয়ছর এম আহমদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র আক্তার হোসেনের বিরুদ্ধে সদ্যসমাপ্ত পৌর নির্বাচন নিয়ে বিএনপির পরাজিত প্রার্থীর বিষেদাগারের জবাব দিয়ে আক্তার হোসেন বলেন, পৌর নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন ঘোষনার পর তৃণমুল বিএনপি ও জেলা বিএনপির সুপারিশে কেন্দ্র থেকে জাতীয় একটি দৈনিকে বিএনপি প্রার্থীর নাম ঘোষনা করা হয়। কিন্তুু যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য প্রভাব বিস্তার করে প্রার্থী পরিবর্তন করে ছাত্রদল নেতা যিনি গত ১০ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করেছেন নির্বাচন করার মতো গ্রহণযোগ্যতা না থাকা স্বত্বেও উপজেলা ছাত্রদলের সভাপতি রাজু আহমদকে বিএনপির প্রার্থী ঘোষনা দেন। ফলে নেতাকর্মীদে মধ্যে বিভক্তি দেখা দেয়। এমনকি দলের কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপস্থিতি কয়ছর আহমদের ভাই কবির আহমদের নের্তৃত্বে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। যার মাধ্যমে নির্বাচনে বিএনপি প্রার্থীর পরাজয় নিশ্চিত করা হয়। তিনি চ্যালেঞ্জ করে বলেন আওয়ামীলীগের প্রার্থীর সাথে তার রাজনৈতিক,সামাজিক ও নির্বাচনী তীব্র প্রতিদ্বন্ধীতা রয়েছে। তার সাথে আতাঁত কিংবা অর্থনৈতিক লেনদেনের অভিযোগ ব্যক্তিগত জনপ্রিয়তা ধ্বংস করার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তিনি রাজু আহমদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই উল্লেখ করে বলেন, রাজু আহমেদ যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদের পরামর্শে এসব কাজ করেছেন। তিনি বলেন, কয়ছর আহমদ ১৯৯৮ সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচী চলাকালে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রদল নেতা হাফিজ হত্যা মামলার স্বাক্ষী ছিলেন। রাজনৈতিক শেল্টারে যুক্তরাজ্যে অবস্থান করে ফায়দা লুটলেও হাফিজের রক্তের সাথে বেইমানি করে আজো হত্যা মামলার স্বাক্ষী দিচ্ছেন না। আক্তার হোসেন বলেন, আমি জাতীয়তাবাদী দলের আর্দশে উজ্জীবিত হয়ে কাজ করছি। যার প্রমান জগন্নাথপুরের মানুষ জানে। তিনি বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমার ভাইকে সমর্থন না দিয়ে দলীয় প্রাথী আতাউর রহমানের পক্ষে কাজ করি। বর্তমানে আমি দলের দায়িত্বশীল কোন পদে নেই। তারপরও ধানের শীষের প্রার্থীর পক্ষে যথাসম্ভব কাজ করেছি। তিনি বলেন, জনগনের রায়ে নির্বাচিত পৌর মেয়র হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি গত পৌর নির্বাচনে জনগন বিএনপি প্রার্থীকে সাড়ে ৫ হাজার ভোট দেয়ায় জনগনকে ধন্যবাদ জানিয়ে বলেন, যোগ্যপ্রার্থী দেয়া গেলে অবশ্যই জগন্নাথপুরে ধানের শীষের বিজয় হত। তিনি বলেন, লন্ডন থেকে জগন্নাথপুরের রাজনীতি নিয়ন্ত্রন করার নামে জগন্নাথপুরের বিএনপিকে ধ্বংস করা হচ্ছে।