জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগ নেতা সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ রাত সাড়ে ১১টায় আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি গ্রহণ করেছেন মেয়র প্রার্থী আব্দুল মনাফ। এসময় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেমসহ আওয়ামীলীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের মেয়র প্রার্থী নিয়ে সোমবার দিনভর জগন্নাথপুর পৌর শহরে ছিল আলোচনা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেয়র প্রার্থী হলেন আওয়ামীলীগ নেতা আব্দুল মনাফ। উল্লেখ্য পৌর নির্বাচনের প্রার্থী নির্ধারন নিয়ে জগন্নাথপুর পৌর ও উপজেলা আওয়ামীলীগ থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মিজানুর রশীদ ভূঁইয়ার নাম প্রস্তাব করা হলে জেলা আওয়ামীলীগের সভায় এপ্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়। তারপরও হঠাৎ করে সোমবার রাতে খবর আসে জগন্নাথপুর পৌর নির্বাচনে তৃণমুলের প্রার্থী মিজানুর রশীদকে পরিবর্তন করে আব্দুল মনাফকে চুড়ান্ত করা হয়েছে। প্রার্থী বদলের নানা আলোচনার পর এখন চুড়ান্ত সিদ্ধান্ত এসেছে আব্দুল মনাফের পক্ষে।
এ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমরা কেন্দ্রে জগন্নাথপুরের প্রার্থী হিসেবে তৃনমুলের মতামতে মিজানুর রশীদের নাম পাঠিয়েছিলাম। কিন্তুু দলীয় সভানেত্রী প্রার্থীদের জনমত যাছাই বিষয়ে বিভিন্ন প্রতিবেদনের আলোকে আব্দুল মনাফকে দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করেছেন। এখন সবাই মিলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আব্দুল মনাফ। দলের এই সিদ্ধান্ত প্রার্থীসহ সবাইকে জানানো হয়েছে।
Leave a Reply