Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী রাজু আহমদ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ। বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় চুড়ান্ত প্রার্থী তালিকায় রাজু আহমদকে জগন্নাথপুর পৌরসভার বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। রাজু আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বিএনপির দলীয় মনোনয়ণ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, কেন্দ্র থেকে চুড়ান্ত তালিকায় আমার নাম রয়েছে বলে জেলা বিএনপির নেতা কলিম উদ্দিন আহমদ মিলন আমাকে জানিয়েছেন।

Exit mobile version