জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রশিদ ভূইয়াকে পরিবর্তন করে আব্দুল মনাফকে করা হয়েছে বলে সোমবার রাত থেকে ব্যাপক আলোচনা চলছে। অনেকে ফোন দিয়ে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর কাছেও বিষয়টি জানান। তবে বিষয়টির পুরোপুরি সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এবিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, ‘আমিও শুনেছি, তবে ঘোষণার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাবে না’। উল্লেখ্য জগন্নাথপুর আওয়ামীলীগ ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ থেকে আওয়ামীলীগের নেতারা মিজানুর রশীদ ভূঁইয়াকে দলের প্রাথী হিসেবে দলের পালামেন্টারী বোর্ডে নাম পাঠান। গতরাতে পালামেন্টারী বোর্ডে্র সভায় দলীয় মতামত ও বিভিন্ন সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে দলের প্রাথী চুড়ান্ত করা হয়। আজ আওয়ামীলীগের দলীয় কেন্দ্রীয় অফিস থেকে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর সংবলিত চিঠি বিতরণ করা হবে। আওয়ামীলীগের দলীয় প্রাথী বদলের গুঞ্জনের সংবাদ পৌর শহরে এখন ট্যক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। বিভিন্ন মাধ্যমে লোকজন বিষয়টি জানার চেষ্ঠা করছেন। পুরোপুরি নিশ্চিত হতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে পৌরবাসীকে এমন কথা জানিয়েছেন আওয়ামীলীগের এক শীর্ষনেতা।
Leave a Reply