স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকার সি/এ মার্কেট এলাকায় দিনের বেলা একটি বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা অভিনব কৌশলে বাসার তালা খুলে ঘরে ঢুকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১৮ হাজার টাকা দুটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। বাসার মালিক জগন্নাথপুর উপজেলা প্রাখমিক শিক্ষা অফিসে কর্মরত অফিস সহকারী আব্দুল কদ্দুছ জানান, সি/এ মার্কেটের ওই ভাড়া বাসার দ্বিতীয় তলায় তিনি স্ত্রীসন্তান নিয়ে বসবাস করেন। ঘটনার সময় সোমাবর বিকেল ৫টায় তিনি অফিসে ছিলেন। আর তার স্ত্রী সন্তানকে নিয়ে বাজারে কেনাকাটা করতে যান। সন্ধ্যার কিছু আগে বাসায় এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা ও আলমারি খোলা। খুঁজাখুজি করে দেখেন আলমারিকে রক্ষিত ৫ ভরি স্বর্নালংকার,নগদ ১৮ হাজার টাকা ও দুটো মুঠোফোন নেই। বিষয়টি তিনি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করেন। পরে জগন্নাথপুর থানার উপ-পরির্দশক মঈন আহমদ ও উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনাস্থল পরির্দশন করেন।