স্টাফ রিপোটার:: জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকা থেকে মাছুম মিয়া (১১) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে জগন্নাথপুর থানা পুলিশ কেশবপুর গ্রামের সাবেক চেয়ারম্যান নুর মিয়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ ধর্মপাশা থানার ভাটগাঁও গ্রামের সুরুজ আলীর ছেলের। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সুরুজ আলী দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান নুর মিয়ার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি সুরুজ আলী আরেকটি বিয়ে করেন বলেও জানা গেছে। পুলিশ জানায়, খবর পেয়ে বারান্দার লোহার গ্রিলের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে আশপাশ লোকজন ছুটে এসে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। আজ ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতাল মগে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।