স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পৌর শহরের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বর্পূন সড়ক ঘুরে জগন্নাথপুর বাজারের আব্দুল খালিক কমপ্লেক্স প্রাঙ্গনে সমাবেশ করে। পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগ আহ্বায়ক আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, মতিউর রহমান, সাবেক ছাত্রনেতা বজলুর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, সজিব রায় দুর্জয় প্রমুখ। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা মাহতাবুল ইসলাম সমুজ, উপজেলা যুবলীগ নেতা মাহবুবুর রহমান, মাছুম আহমদ,কাউন্সিলর গিয়াস উদ্দিন ইব্রাহিম মিয়া, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হক সুমন,সায়মন হোসেন প্রমুখ। উল্লেখ্য একই স্থানে পৌর আওয়ামীলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি সভা ডাকাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও ঘোষিত সময়ে ডাঃ আব্দুল আহাদ ও ইকবাল হোসেনের নেতৃত্বে একপক্ষ মিছিল সমাবেশ করলেও অপরপক্ষের দেখা মিলেনি।
Leave a Reply