স্টাফ রিপোর্টার:: আসন্ন জগন্নাপুর পৌর নিবাচনকে সামনে রেখে ইসাহাকপুর,লুদুরপুর ও এনায়েতনগরবাসী মিলিত হয়ে ১২নং সার্কেল গঠনের মাধ্যমে তাদের প্রার্থীতা হিসাবে শাহ নুরুল করিমের নাম ঘোষনা করেছেন। শুক্রবার বিকেলে ভবের বাজারে এ ব্যাপারে এক জনসভার আয়োজন করা হয়। হাজী মবশ্বির আলীর সভাপতিত্বে ও মতছির আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ১২ নং সার্কেল বাসীর সমর্থিত পৌর মেয়র প্রাথী যুক্তরাজ্যের কমিনিউটি নেতা শাহ নরুল করিম, ভবের বাজার যুব সংগের সহ-সভাপতি সাজু মিয়া,শিক্ষক আবু তাহিদ,ফজর আলী,আবদুল কাহহার। এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী আফছর উদ্দিন,আব্দুল হান্নান,আব্দুল আহাদ,জমশেদ আলী,আখলুস মিয়া,জামাল উদ্দিন, আব্দুল আলী,ময়না মিয়া,জয়নাল উদ্দিন,আনসার উদ্দিন,মিজানুর রহমান,আজাদ মিয়া, লেবু মিয়া,সমশর উদ্দিন। সভায় সর্বসন্মতিক্রমে ১২ নং সার্কেলের প্রার্থী হিসেবে শাহ নুরুল করিমকে সমর্থন জানানো হয়।