আজহারুল হক ভূঁইয়া শিশু:: জগন্নাথপুর পৌরসভার আগামী নির্বাচনে অংশ নিতে জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ দেশে এসেছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে দেশে এলে সিলেট বিমানবন্দরে তাকে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর নিয়ে আসেন। জগন্নাথপুরে এসে তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদের সাথে সাক্ষাৎ করেন। পরে মোটর শোভাযাত্রাসহ দলীয় নেতাকর্মীরা তাকে পৌর পয়েন্টে নিয়ে এসে এক পথসভায় মিলিত হন। উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমানের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা সাবেক পৌর চেয়ারম্যান সম্ভাব্য মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,আব্দুল হাশিম,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান , শশী কান্ত গোপ,পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দে, সিদ্দিকুর রহমান,ইব্রাহিম আলী, শামীম আহমদ, মকবুল হোসেন, জিতু মিয়া, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কয়ছর রশীদ,ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী, সজিব রায় দুর্জয় প্রমুখ। পথ সভায় সংবর্ধিত অতিথি হিসেবে মিজানুর রশীদ ভূঁইয়া বলেন, পৌরবাসীর ভালোবাসাই আমার সম্বল। তাই আমি আগামী পৌর নির্বাচনে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে দেশে এসেছি। আপনাদের ভালোবাসা ও সহযোগীতায় আমার পিতা মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া দীর্ঘদিন জনগনের পাশে থেকে কাজ করে গেছেন। আমি নিজেও আপানাদের সেবায় কাজ করছি। আগামীতে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে পৌরবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি বলেন, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থন পেলে আগামী পৌর নির্বাচনে অংশ গ্রহণ করব। এজন্য তিনি দলীয় নেতাকর্মীসহ সকলের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply