স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌরসভার মেয়র মোঃ আক্তার হোসেন জাপানে এক কর্মশালায় যোগ দিতে এক সরকারী সফরে শনিবার জাপান যাচ্ছেন। ২০ সদস্যের এ সরকারী প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান সফরে গিয়ে তিনি সেখানে স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশ গ্রহণ করবেন। ২০ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে স্থানীয় সরকার বিভাগেরসচিব সহ ১০ জন সরকারী উর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন এলাকার ১০টি পৌরসভার নির্বাচিত মেয়র কর্মশালায় অংশ গ্রহণ করবেন। সিলেট বিভাগ থেকে জগন্নাথপুর পৌরসভার স্বনামধন্য মেয়র মোঃ আক্তার হোসেন- ই একমাত্র মেয়র হিসেবে এই সরকারী প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান সফরের জন্য মনোনীত হন। মেয়র আক্তার হোসেন জাপানে ৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করবেন। তিনি জাপানে অবস্থান কালে সেখানকার কয়েকটি পৌরসভার উন্নয়ন কার্যক্রমের চিত্র অবহিত হবেন এবং এ বিষয়ে মত বিনিময় করবেন। মেয়র মোঃ আক্তার হোসেন শনিবার বেলা দুপুর ১২টায় মালেশিয়ান এয়ারলাইন্স যোগে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে জাপানের টোকিও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।