স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজদ তনয় আওয়ামীলীগ নেতা আজিুস সামাদ ডন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মশাহিদ, আব্দুল নেতা হারুণ রাশীদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক,যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ প্রমুখ অভিনন্দন বার্তায় নের্তৃবৃন্দ বলেন, আলহাজ্ব আব্দুল মনাফ জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে দলমতের উর্দ্ধে উঠে পৌরবাসীর কল্যাণে কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।