স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রাথী সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান পৌর নির্বাচনে অংশ নিতে ৯ নং বাসীর সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার রাতে তাঁর নিজ বাড়িতে মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বী আব্দাল ঊল্যাহ। সাবেক পোষ্ট মাষ্টার নিকুঞ্জ কুমার দাসের পরিচালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য পৌর মেয়র প্রাথী আওয়ামীলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর মঈন উদ্দিন, সাবেক প্যানেল মেয়র লালন মিয়া, হাফিজ উদ্দিন, নুরুল ইসলাম, দ্বিপক গোপ,হাবিবুর রহমান,প্রবাসী জাহাঙ্গীর মিয়া, যুবলীগ নেতা ফজলুর রহমান, ছালিক মিয়া, বিশিষ্ট মুরব্বী আনফর উল্যাহ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম,রাজিব চৌধুরী বাবু,বজলুর রশীদ, রমিজ উল্যাহ, সালেহ চৌধুরী, জহির মিয়া চৌধুরী, নুর উদ্দিন, আরশ আলী, গোলাম মোহাম্মদ চৌধুরী, আব্দু মিয়া, নুর আলী, আফতাব আলী, শাহ করম আলী, তছকর উল্যাহ, ছাত্রলীগ নেতা আলী হায়দার, মনোয়ার চৌধুরী, শেরপুর যুবসংঘের সভাপতি দুলন মিয়া, যুবনেতা রজত গোপ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সদস্য ধনঞ্জয় গোপ প্রমুখ। সভায় সাবেক পৌর কাউন্সিলর মেয়র প্রাথী লুৎফুর রহমান বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামী পৌর নির্বাচনে অংশ নিতে চাই। আপনাদের মতামত পেলে আমি পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আপনারাই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা তাই আমি সবার আগে আপনাদেরকে সামনে হাজির হয়েছি। সভায় এলাকাবাসীর পক্ষে বক্তারা তাকে এলাকার প্রাথী হিসেবে অকুন্ঠ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।