স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেরকে অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে প্রতিদ্বন্ধীসকল প্রাথী, ভোটার ও পৌর এলাকার সচেতন সকল নাগরিক, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, পর্যবেক্ষকসহ প্রশাসনের সকল স্তরের দায়িত্বশীলদের কে একটি অবাধ,সুষ্ঠ,শান্তিপূর্ণ সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা জনগনের প্রতি দায়বদ্ধতা অক্ষুন্ন রেখে নাগরিকদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার পাশাপাশি পৌরবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা করি। তিনি পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সফলতা কামনা করেন।
Leave a Reply