স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে সদ্য প্রয়াত জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মনাফের জ্যেষ্ট ছেলে যুক্তরাজ্য প্রবাসি আবুল হোসেন সেলিম মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ, কাউন্সিলর দেলোয়ার হোসেন, এলাকার প্রবীন মুরব্বী হাজী আম্বর আলীর, হাজী আলকাব আলী। এসময় নির্বাচন কার্যালয়ে মেয়র প্রার্থী আব্দুল হোসেন সেলিমের সমর্থকরা উপস্থিত ছিলেন। স্বতন্ত্র প্রার্থী প্রয়াত মেয়র পুত্র আবুল হোসাইন জানান,আমার বাবা কে ৫ বছরের জন্য পৌরবাসী নির্বাচিত করেছিলেন। চার বছর তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর অকাল মৃত্যুতে শুন্য পদে আমি আপনাদের সন্তান হিসেবে সেবা করতে চাই।
Leave a Reply