স্টাফ রিপোর্টার::
আসন্ন জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাধী জগন্নাথপুরের ইসহাকপুরের বাসিন্দা আকমল খান জগন্নাথপুর পৌরসভাবাসির সার্বিক উন্নয়নে একটি আধুনিক পৌরসভা গঠনের লক্ষে নির্বাচনে অংশ নিতে চান।
আজ বুধবার তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকা এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশে উজ্জিবীত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সক্রীয়ভাবে কাজ করছি। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার প্রসারের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে নিজের সম্পৃক্ত করে কাজ করে আসছি। এলাকার মানুষের সঙ্গে সুখে দু;খে মিশে আছি। সে সুবাধে জনসাধারণের সঙ্গে নির্বিভাবে জডিয়ে আছি।
দল আমাকে মুল্যায়ন করলে নৌকা প্রতিকে উপ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে তিনি জানান। সেলক্ষে আমি প্রচারনাও চালিয়ে যাচ্ছি। তিনি পৌরবাসির ভালবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply