স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে জন্ম নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে ডিজিটাল জন্ম নিবন্ধন সহজ হবে আমার জীবন শির্ষক র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় অংশ নেন পৌরসভার প্যানেল মেয়র আবাব মিয়া,মহিলা কাউন্সিলর আয়ারুন নেছা,মোছাঃ বাহারজান বিবি,সুর্বনা শর্মা,কাউন্সিলর খলিলুর রহমান,মামুন আহমদ, সফিক মিয়া, গিয়াস উদ্দিন মুন্না,তাজিবুর রহমান, সোহেল আমীন,মঈণ উদ্দিন, পৌর সচিব মোবারক হোসেনসহ পৌরসভার কর্মচারীবৃন্দ।