1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুর পৌরমেয়র আ:মনাফের আশাবাদ সুনামগঞ্জ-৩ আসনে আবারও নৌকা পাবেন এম এ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

জগন্নাথপুর পৌরমেয়র আ:মনাফের আশাবাদ সুনামগঞ্জ-৩ আসনে আবারও নৌকা পাবেন এম এ মান্নান

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮
  • ৩৭৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ গতকাল রাতে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের আহ্বানে উন্নয়ন সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন। মন্ত্রী এম এ মান্নানের সাথে তাঁর দীর্ঘদিনের সুসর্ম্পকের স্মৃতিচারণ করে বলেন, মন্ত্রী এম এ মান্নান একজন সৎ সজ্জন ও ভাল মায়ের সন্তান। যার প্রতি রয়েছে মায়ের ভালোবাসা ও দোয়া। এই মমতাময়ী মা কে দেখতে আগে প্রায়ই আসতাম। বিগত জাতীয় সংসদ নির্বাচনের ও পৌর নির্বাচনের পর থেকে মেয়র নির্বাচিত হয়ে আর এ বাড়িতে আসা হয়নি। যদি ঢাকা মন্ত্রীর বাসভবন ও অফিসে গেছি অনেকবার। তিনি বলেন,মাননীয় মন্ত্রী আপনার মতো আমিও নিজের মায়ের একমাত্র সন্তান। নামের সাথেও আমাদের মিল রয়েছে। তিনি বলেন, আমি দৃঢভাবে বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনিই নৌকা প্রতীক পাবেন। আমি নিজেও নৌকা নিয়ে নির্বাচন করে মেয়র নির্বাচিত হয়েছি। নৌকা থেকে কখনও বিচ্যুত হব না। নৌকার সাথে আমি থাকব। তিনি আবেগতাড়িত হয়ে বলেন, আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদকে আমি সবসময় শ্রদ্ধা করি। পিতৃতুল্য মুরব্বী হিসেবে সালাম করি।কিন্তু তিনি কেন আমার ওপর রাগান্তিত বুঝতে পারি না। এসময় প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেন,আজ থেকে সব রাগ শেষ।পৌর মেয়রের আবেগতাড়িত বক্তব্যে উপস্থিত স্তম্ভিত হয়ে পড়েন। ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। এসময় কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম পৌর মেয়রের বক্তব্যর মতো নিজের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। তিনি বলেন,আপনি এমপি মন্ত্রী হওয়ার আগ থেকেই আমি আপনার একজন ভক্ত। আপনার ডাকে সাড়া দিয়ে আমরা এসেছি। আমরা লন্ডনী চেয়ারম্যানরা সবাই এলাকার উন্নয়ন করতে চাই। উন্নয়ন সভায় মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও আমার প্রিয় রাজনৈতিকদল আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমন্ধয় করে জনকল্যাণমুলক উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্ধয়ে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।এসব প্রকল্প তৈরী করছেন স্ব স্ব এলাকার জনপ্রতিনিধিও আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com