স্টাফ রিপোর্টার:: পৌরসভা নির্বাচনে আজ সোমবার প্রতীক বরাদ্দ করা হবে। গতকাল রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোন প্রাথী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জগন্নাথপুর পৌরসভার মেয়রপদে এবার তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তন্মেধ্যে আওয়ামীলীগ সমর্থিত প্রাথী হিসেবে আব্দুল মনাফ নৌকা প্রতীক ও বিএনপি সমর্থিত প্রাথী রাজু আহমদ ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিবেন। একমাত্র স্বতন্ত্র প্রাথী হিসেবে শাহ নুরুল করিম নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি জগ প্রতীক ছেয়েছেন বলে জানা গেছে। এ প্রতীকে আর কোন প্রতিদ্বন্ধী না থাকায় এটি চুড়ান্ত বলে জানা গেছে। কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী ও ১০ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধীতা করতে অংশ নিবেন। জগন্নাথপুর উপজেলা রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। গতকাল প্রাথীতা প্রত্যাহারের শেষ দিনে কোন প্রাথী প্রাথীতা প্রত্যাহার করেননি।