আজহারুল হক ভূঁইয়া শিশু: বিপুল উৎসাহ উদ্দীপনায় সুনামগঞ্জ জেলা অটো টেম্পু-অটো রিকশা ড্রাইভার্স ইউনিয়নের অর্ন্তভূক্ত জগন্নাথপুর পশ্চিমপাড় ড্রাইভার্স ইউনিয়ন শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে শুক্রবার। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহনের মধ্যে দিয়ে । ইলেকশনে ৪৬১ ভোটারের মধ্যে ৪২৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নেতা নির্বাচিত করে।
ড্রাইভার্স ইউনিয়নের মোট ১১ টি পদের মধ্যে ৪ টি পদে নির্বাচন হয়। বাকি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থীরা নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি জুয়েল আহমদ ভূঁইয়া (ছাতা) প্রতীকে মোট ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান জগন্নাথপুর বাজার সেক্রেটারী দিলোয়ার হোসেন (আনারস) প্রতীকে ১২৫ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে ছইল উদ্দিন (টেলিভিশন) প্রতীকে মোট ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি শামসুজ্জামান (আম) প্রতীকে ১৭৪ ভোট পান।
কোষাধ্যক্ষ পদে সুহেল আহমদ (মোটরসাইকেল) প্রতীকে ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সুজন মিয়া (মোমবাতি) প্রতীকে ১০৬ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক পদে রায়হান মিয়া (মোরগ) প্রতীকে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি শাহাব উদ্দিন (মই) প্রতীকে ১৯২ ভোট পান।
এছাড়া বিনা ভোটে সহ-সভাপতি পদে মিজানুর রহমান ও কয়েছ মিয়া, যুগ্ম-সম্পাদক রাবেল আহমদ, সদস্য পদে আবুল হোসেন, রবিউল ইসলাম, ফজলু মিয়া ও কবির মিয়া নির্বাচিত হয়েছেন। পরে বিজয়ীদের নিয়ে তাদের সমর্থকরা আনন্দ মিছিল করেন।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর অটো টেম্পু-অটো রিকশা মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন ভূইয়া ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।