স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও জগন্নাথপুর নার্সারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির পদোন্নতি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে বদলী হওয়ায় জগন্নাথপুর নার্সারী স্কুলের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। নার্সারী স্কুল পরিচালনা কমিটির দাতা সদস্য সমছু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ার্ম্যা ন আকমল হোসেন,সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন, নার্সারী স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নার্সারী স্কুলের সহকারী শিক্ষক শিফা বেগম,অভিভাবক সদস্য সালাহ উদ্দিন প্রমুখ। সংবর্ধনায় নার্সারী স্কুলের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবিরকে সন্মাননা স্মারক ও তার মেয়ে নার্সারী স্কুলের শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় নার্সারী স্কুলের শিক্ষক মন্ডলী অভিভাবক ও শিক্ষারার্থীরা উপস্থিত ছিলেন।